নিজস্ব প্রতিবেদক,
মাদারীপুরে মৎস্যজীবি দলের সভাপতি ও বাস মালিক সমিতির কার্যকরী সদস্য সায়েম বেপারীকে (৪৫) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শ্রমিক নেতাদের বিরুদ্ধে। বুধবার দুপুরে মাদারীপুর নতুন বাসস্ট্যান্ডে বিএনপিপন্থী বাস মালিক সমিতির সভাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।
আহত সায়েম বেপারীকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন তার নেতাকর্মীরা। এই ঘটনায় আহত সায়েম বেপারী ও তার নেতাকর্মীরা অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরে বিএনপিপন্থী নব গঠিত বাস মালিক সমিতি একটি সভা বুধবার দুপুরে নতুন বাসস্ট্যান্ডে আয়োজন করা হয়। এসময় স্থানীয় সোনালী পরিবহনের মালিক ও বাস মালিক সমিতির সহ-সভাপতি কামরুল হাসান তুষু খন্দকারের নির্দেশে তার কয়েকজন অনুসারী শ্রমিকরা নতুন কমিটির সভা পন্ড করার উদ্দেশ্যে অতর্কিত ভাবে সায়েম বেপারীর উপরে হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। এসময় তার নেতাকর্মীরা উদ্ধার তাকে মাদারীপুর সদর হাসপাতালে এনে ভর্তি করেন।
আহত মৎস্যজীবি দলের সভাপতি ও বাস মালিক সমিতির কার্যকরী সদস্য সায়েম বেপারী বলেন, ‘আমাদের বাস মালিক সমিতির নতুন কমিটির একটি সভা আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়ে তুষু খন্দকার ও তার লোকজন আমাদের সভা পন্ড করার উদ্দেশ্যে আমার উপরে তার অনুসারী সন্ত্রাসী শ্রমিকদের দিয়ে হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। আমি এই ঘটনার ন্যায় বিচার দাবী করছি।
এই বিষয়ে কামরুল হাসান তুষু খন্দকার সাংবাদিকদের জানিয়েছেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তারা একটি ভুয়া কমিটি সাজিয়েছে। তাদের কমিটির কেউ বাস গাড়ির মালিক নয়। তাদের অভ্যন্তরীণ দ্বন্ধের জেরে এই ঘটনা ঘটতে পারে। এর সাথে আমার ও আমার কোন লোকজনের সম্পৃত্ততা নেই।
এই বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এখনো এই বিষয়টি নিয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply