জীবনের প্রতি কমবেশি আক্ষেপ আছে সবারই। সমস্যা, সম্ভাবনা, জয় ও পরাজয়ের বেড়াজালে জীবন আটকে থাকে। দেখা যায়, যাঁর কাছে অর্থ নেই, তাঁর সব সমস্যা হয়ে ওঠে অর্থকেন্দ্রিক। অর্থাৎ অর্থ হলেই সব সমস্যা তিনি মিটিয়ে ফেলতে পারেন। আবার যাঁর কাছে অর্থ আছে, তাঁর সমস্যাগুলো এমন হয়ে থাকে যে অর্থ দিয়ে তিনি তাঁর সমাধান করতে পারেন না। এসবই কি ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’-এর অন্তরালের কথা?
গল্পে যাওয়া যাক। মালেক ও চম্পার সুখের সংসার। মাথার ওপর ঝাড়বাতি নেই, ঘরে সুন্দর কারুকাজের ছবির ফ্রেম নেই। বস্তিতে একটা টিন দিয়ে ঘেরা ঘরে থাকেন দুজন। ভালোবেসে মালেককে বিয়ে করেন চম্পা। পর্দায় চরিত্র দুটিকে ধারণ করেছেন সোহেল মণ্ডল ও মৌসুমী মৌ। সহজ-স্বাভাবিক অভিনয় দিয়েই নিম্নবিত্ত জীবনকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন দুজন।
Leave a Reply